নিদ্রিতা, অকস্মাৎ একদিন নিলামে হেরে গেলে-
সূতোয় তোমার টান পড়বে আবার;
হতে পারে ঘুমঘোরেই তুমি ফিরে আসবে।
প্রথমে কাস্পিয়ান সাগর,
তারপর আরও আড়াই হাজার মাইল দুর্গম পথ।
তবুও ফিরে আসবে।
নিদ্রিতা, তোমার সমর্পিত তপ্ত নিঃশ্বাস
কালো মেঘ হয়ে আকাশ ছেয়ে গেলে-
বদ্ধ দরোজার পাশে এসে থমকে দাঁড়াবে।
দেখবে কপাট জুড়ে অমাবস্যার রঙে লিখা-
'এখানে আগ্নেয়গিরি নামে কেউ থাকেনা।'
তুমি আবার পরাজিত হবে।