যাওয়ার সংক্ষিপ্ত পথটা ফেরার সময়
শীতকালের রাতের মতো দীর্ঘ হয়ে যায়,
সার্কাসের বানর পায়ে এড়িয়ে চলি
পথে ঘুমিয়ে থাকা কুকুরের নাদুসনুদুস শরীর।
তবুও জুতোয় লেগে যায় ডিসেম্বরের
অসময় বৃষ্টির কাদা।
উষ্ণ চটের বস্তার আড়ালে নড়েচড়ে উঠে
থলথলে শরীর লোমহীন কুকুরের,
জয় মানুষের জয়!
কনকনে হাওয়া লোমকূপ পথে রক্তে চিমটি মারে।
দীর্ঘ পথ,
পথের ক্লান্তি বাড়ে যখন দেখি মানব পশুর নির্মমতা,
ছিনিয়ে নেয় নিরীহ কুকুরের উষ্ণ আচ্ছাদন।
মানব-কুকুরের দীর্ঘ সারি—আমার পথ ফুরোয় না।