তুমি যদি চাও
হবও আমি পাখি
উড়ে যাব তোমার ডাকে
জানালার পাশেতে।
তুমি যদি চাও
হবও আমি ঘুড়ি,
ঘুরে ঘুরে যাব আমি
তোমার ঘরের কোণেতে।
তুমি যদি চাও
হবও আমি বৃক্ষ,
আজীবন দারিয়ে থাকব
তোমার ছায়া হয়ে।
তুমি যদি চাও
হবও আমি প্রদ্বিপ,
ঘুরে ঘুরে দিয়ে যাব
যত চাও আলো।
তুমি যদি চাও
হবও আমি বাঁশি,
শব্দে শব্দে আমি
দিয়ে যাব আনন্দ।
তুমি যদি চাও
হবও আমি তোমার কন্ঠনালি,
বাকশক্তি প্রদাণ করে,
করব তোমার জীবন ধন্য।
তুমি যদি চাও
হবও আমি তোমার হৃদপিন্ড,
ক্ষণে ক্ষণে দিয়ে যাব তোমায়
আমার ভালোবাসার পিন্ড।
তুমি যদি চাও
বানাব তোমায় আমার মস্তিষ্ক,
সকল ভাবনায় থাকবে তুমি
তুমি যে আমার প্রিয়।