বট তুমি এত দয়ালু কেন?
তোমার মত আমি
কেন হতে পারি না?
তোমার তরে সকলের শান্তি
আমার তরে নয় কেন?
আমি কেন পারি না,
তোমার মতো হতে?
তুমি কত উদার,
তোমার তরে কত পাখিদের বাস।
দয়াল তোমায় দিয়েছে কত না শান্তি,
কতই না বিশাল হৃদয়।
বানিয়েছে তোমায় বৃক্ষ বলে।
আমায় কেন বানালে মানব হিসাবে?
তুমি যদি আমি হতাম-
দিতাম তোমার মতই শান্তি
ছড়িয়ে এই ভূবণ জুড়ে।
স্থান পেতাম সকলের বুকে।
মোর বুকে থাকিত
পক্ষিকূল আর কীট যত
এক আসমানের নিচে।