মসজিদ মানে, আল্লার ঘর
জগতের শান্তির প্রতিক।
হেথায় ঢুকে, ফকির-গরিব
হাই-ল্যান্ডের অফির্সাস।
করে প্রবেশ আশিক প্রেমিক,
করেপ্রবেশ দরবেশ।
এক সারিতে বসে সবে,
যপে আল্লার নামে।
এই ঘরতো কারও একার নয়
রিক্সাচালক,কুলিমজুর আর
হাই-ল্যান্ডের অফির্সাস।
সকলের অধিকার ভাই, একই রকম হয়।
তবে কিসের এত গৌরব ভাই,
কিসের এত ভেদাভেদ,
ইসলাম বলে সকলেই সমান
মসজিদ তার জ্বলল্ত প্রমাণ।