সুখ, সুখ করে মন
দুঃখ ভরা এই জীবন
মরণ দোয়ারে এসে বলে
চল, মোর সাথে চল।
মন বলে এইতো এলাম
সবেই চললাম।
যে বেশি চায়
সেই কম পায়,
যে ভালোবাসা চায়
সেই ঘ্রিণিত হয়।
যে থাকতে চায়
তাকেই চলে যেতে হয়।
যে পিতা চায়
সেই এয়াতিম হয়।
যে দেশ চায়
তাকেই দেশদ্রোহী কয়।
যে শান্তি চায়
তাকেই যুদ্ধ করতে হয়।
যে ভালো হতে চায়
তাকেই পুণঃজীবণে ফিরে যেতে হয়
যাকে আমি চাই
সে আমাকে দূরে ঠেলে দেয়
আমি বাচঁতে চাই
মরণ আমাকে কাছে টেনে লয়।