দুনিয়াতে কাভি কারো
শান্তি নাহি মিলে,
কখনো কারও জীবনে
আশার প্রাপ্তি নাহি ঘটে।
মাতা পিতা আশা করে,
সন্তান আমার বড় হবে,
বাবা ভাবে আসবে কাছে,
মস্ত এক মানুষ হয়ে।
মাতা ভাবে আসবে ফিরে
কড়ির বুঝা লয়ে।
যখন খোকা বাসায় ফিরে,
ফাঁকা হস্ত লয়ে,
মুখ গোমড়া করে বসে,
পরিবারের সকলে।
এই যদি হয় জগতের চিত্র
তবে কোথায় যাবে,
আমার দেশের বেকার সকলে।