শুনেছি বাঙালী নাকি,
ভীর কাপুষের মতো
করে যায় মাথা নত,
সামান্য র্স্বাথের জন্য।
শুনেছি বাঙালী নাকি,
যাযাবরের মতো,
ঘুরে বেড়ায় যেথা সেথায়,
চিন্তা চেতনা মুক্ত।
তবে কি একটি ভাষণ
ভেঙ্গে দিল সব ক্ষত,
কাপুরুষদের করল সাহসী,
যাযাবরদের করল স্থায়ী।
মুছে দিল পরাধীনতার গ্লানী,
নিয়ে এল স্বাধীনতার লাল রবী।