আমার দীর্ঘশ্বাস যখন মিশিয়ে নিলো বাতাস,
আমার মনের দু:খের কথা আকাশ গেলো জেনে,
জানার পরে, রোদ ঝলমল দিনে, নিয়ম আর না মেনে,
ডেকে বলে,"মেঘবালিকা কই?
বানিয়ে দিলাম তোকে আজ দখিনে বাতাস সই,
আয় ছুটে আয়,
ওর আঙিনায়।"
তাড়াহুড়ো মেঘবালিকার আসতে হয় না দেরি,
আসতে পথে নিয়ে আসে সব বাষ্প করে ফেরি!
ধীরে ধীরে রূপ ধরে নেয় কালো থেকে কালো।
বলে, "আকাশ, এবার তোমার দ্বিতীয় আদেশ বলো।"
আকাশ বলে, "নিজেকে করো ক্ষয়। বৃষ্টির ফোঁটায় দেরি করো না আর।
হোক পৃথিবীর বুকে নতুন করে সবুজের বাহার!
কিছুদিন পরে, ফোটে ফুল, সৌরভ ছড়ায়, অলি করে গান,
নিষেক শেষে- বেড়ে চলে নব নব প্রাণ!
জাগগানে কোরাস চলে ভালোবাসার সূচনায়।
আমার মনের দু:খ তখন নিমিষে উবে যায়।
এভাবেই মজলুমের দীর্ঘশ্বাস থেকে পৃথিবী সাজে।।