হে রাষ্ট্র আমার, হে মানববন্ধু আমার,
ফসল উৎপাদনের কবিতাঃ সবচেয়ে উত্তম কবিতা।
এই কবিদের উপেক্ষা করতে নেই।
তাদের নায্য অধিকার নিশ্চিত করা- কোন করুণা বা দয়া নয়,
বরং রাষ্ট্রের দায়িত্ব, সমাজের অন্যপেশার সব মানুষেরও দায়িত্ব।
--------
ইতিহাস বলে, সেই খ্রিস্টের জন্মেরও হাজার বছর আগে থেকেই-
এই মহাত্মা কৃষক কবিগনই- বাঁচিয়ে রেখেছে তোমাদের পূর্বপুরুষ,
সভ্যতাকে টিকিয়ে রাখার সংগ্রামী বীর সৈনিক তারাই।
আজ অর্থনীতির নতুন নতুন তত্ত্বে তারা অবহেলিত!
আজ রাজনীতির নতুন নতুন তত্ত্বে তারা উপেক্ষিত!
আজ সমাজনীতির নতুন নতুন তত্ত্বে তারা অচ্ছুত!
অবাক করা- এই এগিয়ে যাওয়ার গল্প তোমাদের- অকৃতজ্ঞ মানসিকতার জানান দেয়!
একসময় ঠিকই মূখ থুবড়ে পড়বে তোমাদের আগামী-
থেমে যাবে কৃত্রিমতার সব গতিপথ!
---------
কবিতার এই উত্তরাধুনিক যুগে- কৃষক কবিদের উত্তর প্রজন্ম হিসেবে বলছি,
যে ইতিহাস মনে রাখতেই হবে-
সভ্যতার বিকাশে কৃষি কাজের শুরু থেকে- পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সময়কালে,
"ফসল উৎপাদনের কবিতাঃ সবচেয়ে উত্তম কবিতা।"
------
উৎসর্গঃ ফসল উৎপাদনের কবি কৃষকসমাজকে ।