একবিন্দু আগুন দিয়ে জ্বালানো যায় শতসিন্ধু আগুন।
শতসিন্ধু আগুন দিয়ে নেভানো যায় না একবিন্দু আগুন।
প্রথাগত পৃথিবী ব্যবহারে সবাই অভ্যস্ত আমরা।
অথচ, এটিও সত্য!
'প্রেম' আগুনে নেভানো যায় সব ধরণের 'কাম' আগুন। এর বহমান ধারায়-
বিস্তরে সুবিন্যস্ত প্রেম: 'দমকল বাহিনী' জ্বলন্ত মন আগুনের।
যদি ব্যর্থ হও-
প্রেম আগুনে জ্বলো ফের!
যে আগুনে পদ্ম ফোটে- প্রেমের আগুন।।