জীবন চলার পথে সতর্কতা করে গ্রহণ এগিয়ে চলা মানে-
মৃত্যুভয়ে পালিয়ে বেড়ানো নয়, বরং বেঁচে থাকার বুদ্ধিমত্তা ।
দুর্যোগে, দুর্দিনে সতর্কতা অবলম্বন করা-
সৃষ্টিকর্তাকে উপেক্ষা করাও নয়!
তবুও প্রায় সব ধর্মের কিছু কিছু ধর্মগুরু
ওয়াজ করে কয়,
''যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে!"
মানি, ভাগ্য বলে অবশ্য কিছু আছে,
তবে অসতর্কতার মাশুল- ভাগ্য নয়,
তাকে 'বোকামি' বলা সাজে!
বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষের কথা-
ধর্মগ্রন্থ স্বীকৃত ।
অথচ, নিজেদের অবিবেচক কর্মকাণ্ডের করুণ পরিণতি-
স্রষ্টার উপর চাপিয়ে দেয়া নির্ঘাত 'ভুল ওয়াজ',
যুক্তি বিকৃত ।
মানবজাতির নানামুখী বিপদে 'কুসংস্কার' জিইয়ে রাখার সমস্ত বক্তব্য একার্থে অপরাধ!
মানুষের ক্ষতি করার চেষ্টার শামিল, ডেকে আনা বিশ্বমানবতার জন্য আরও আরও বিপদ!