সেই আদিকাল থেকে আজ অবধি, যারা-
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতে কেঁপে কেঁপে- সভ্যতা নির্মান করেছে,
তাদের জমিনেই কচুগাছের জন্ম, সবুজ পাতার আত্মপ্রকাশ।
তাদের ঘাম বাষ্পায়িত হয়ে, তাদের দীর্ঘশ্বাস ঘনীভুত হয়ে,
সৃজিত মেঘদল যখন ক্ষয়ে ক্ষয়ে পড়ে, কচুপাতায় জমে যদি এক ফোঁটা তার-
ওটিই কারো কারো কাছে মুক্তোর দানা,তা ধারন করেই-
কেউ কেউ ভিআইপি সাজে, করে আত্ম-অহংকার।
হে ভিআইপি,
তাহলে তোমার জন্মদাতা কে?
তাহলে তোমাকে বুকে আশ্রয় দিলো কে?
তাদের প্রতি তুমি- কৃতজ্ঞ থাকো, যতটুকু উচিত ততটুকুই, করো না উদ্ধত আচরণ!
কেননা, যেকোন সময়ই হতে পারে- পাতা থেকে জলের নিম্নমূখী নির্গমন!
ভিআইপি: কচু পাতার পানি!!!