ভালোবাসার উপরে কোন শক্তি নাই!
এই শক্তিতে সৃষ্টি হয়েছে এই পৃথিবী।
এই শক্তিতে সৃষ্টি হয়েছে এই মানবজনম।
এই শক্তিতে ভাঙে-গড়ে সকল বন্ধন,
কমে-বাড়ে দুরত্ব মনের সাথে মনের।
বৈজ্ঞানিক, দার্শনিক, মনজাগতিক সকল বিবেচনায়-
এই শক্তির প্রসার হবে যতো,
সুন্দর থেকে সুন্দর হবে-
পৃথিবী এবং মানবজনম ততো।
সাবুদ, এই পৃথিবীর বুকে-
ভালোবাসার উপরে কোন শক্তি নাই!
সাবুদ, এই মানবজনমে-
ভালোবাসার উপরে কোন শক্তি নাই!
---------------
ইংরেজি অনুবাদ
---------------
There is no power over love!
Sakib Jamal
-----------------------
There is no power over love!
This power has created this earth alive.
This power has created this human life.
This power builds or destroys all relationships
Increasing or decreasing distance between mind, it keeps.
In science, in philosophy, in psychology-
In all considerations
The increase of this power
Means the increase of beauty much more
Both on this earth and in this human life in core.
On oath, on this earth,
There is no power over love.
On oath, in this human life,
There is no power over love.