বেদনার রঙ নীল, ভালোবাসার রঙ লাল
এমন কথাইতো জানতাম আমি এতকাল ।
হঠাৎ সেদিন ডেকে বলে আমায় পদ্ম-নীল
ভালো কি বাসোনা আমায়, ভালোবাসোনা আকাশ সুনীল ?
ভালো কি বাসোনা প্রিয়ার নীল আঁখি যুগল ?
ভালো কি বাসোনা সমুদ্রে ঢেউ খেলা নীল জল ?
আমি নিচু স্বরে বললাম - নীলকেও ভালোবাসি
শুনে কুসুমবাগে গোলাপ দিলো মুচকি হাসি !
তবে কি আমায় তুমি ভালোবাসোনা কবি?
রক্তজবা পাশ থেকে বলে তোমার হৃদয়ে নাই আমার ছবি ?
বললাম দিয়ে দুষ্ট হাসি - লালকেও  আমি ভালোবাসি !
এমন সময় ইশারা করে বলে হলুদ গাদা ফুল
আমি ছাড়া সাজে কি তোমার রাধার চুল ?


পরে গেলাম ভাবনায় আমি - আহা, ভালোবাসার রঙ কি ?
অমনি তখন সূর্যবলে - তোমার মনে যার প্রতিফলন- ভালোবাসার রঙ ও-ই !