জল-মাটি চক্রে ভালোবাসার কিছুক্ষণ মূলত জীবন!

ভালোবসার জলে, রহমে স্রষ্টার, মায়ের সীমাহীন কষ্টের ফসল-
পৃথিবীর বুকে প্রকৃতির আদরে বেড়ে চলা আমার ।
আপনজন, প্রিয়জনতো বটেই, এমনকি প্রাণী, উদ্ভিদ, জড়পদার্থ-
সবাই, সবকিছুই কিন্তু ভালোবেসেছে আমাকে!
অবশ্য, সব মানবকেই ভালোবাসে তারা ।
অন্যথায়, বাঁচতে পারেনা কেউ- অনুভূতি সুখ বা দুঃখ যা-ই হোক!
সময়ের নিরন্তর ছুটে চলায়- শুরু থেকে বয়স বেড়ে চলে ঠিক,
অজানা শেষপ্রান্তের হিসেবে কমে যায় বছর বছর-
একসময়, অবেশষ, মাটি!
এ জল-মাটি চক্রে ভালোবাসার কিছুক্ষণ মূলত জীবন!

প্রতিদান?

কৃতজ্ঞ মানবমাত্রই উচিৎ প্রতিদান- ভালোবাসা।
জন্মবার্ষিকীতে আমার, ভালোবাসার প্রতিশ্রুতিটুকু থাক।।