কীভাবে আঁকা হয় উন্নয়নের ছবি?
কীভাবে লেখা হয় সমৃদ্ধির ইতিহাস?
নানা মুনির নানা মতে-
'মূলত' মতঃ শ্রমিকদের কথা!
দিনের পর দিন, রাতের পর রাত-
শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমে দেহনিঃসৃত ঘাম
আর যথাযথ অধিকার না-পাওয়ার দীর্ঘশ্বাস মিশে হয়
রঞ্জক পদার্থ ইতিহাসের পাতায়, সময়ের সাথে সাথে-
একটু একটু করে আঁকা হয় উন্নয়ন ও সমৃদ্ধির তৈলচিত্র।