কেটে গেল বৈশাখি লগন।
অথচ, ফোটেনি ফুল তোমার মনে!
জানতে ইচ্ছে হয় ভীষণ,
তুমি কোন মাটির তৈরি গো?
আমি তো জানতাম, বাংলার মাটি উর্বর বেশ।
জানতাম, এখানকার প্রজাপতিরা নদীও চেনে!
যেদিকে তাকিয়েছি, দেখেছি একসময়,
পলিমাটির বুকে-
শুয়ে থাকা লালটিপ পড়া কুসুমদল।
দেখেছি, সময়ের সঙ্গমে-
সভ্যতা নির্মিতি'র দ্বিধাহীন অসংখ্য ভাস্কর।
আজ, সূর্য ওঠে না তোমার?
ভুলে গেছ রুদ্রের গান?
তুমি কোন মাটির তৈরি গো?
------
উৎসর্গঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।
---------
কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।