বহমান সংস্কৃতিতে আপনি শোষক জমিদার নাকি শোষিত প্রজা
যাবে খানিকটা তার হয়তোবা পহেলা বৈশাখের দিনে বোঝা !
আমি ভাবি,পান্তা - ইলিশ সেই সময়কার জমিদারদের বর্তমান রূপ
কাঁচা লংকা-পান্তা-নুন ছিল চিরায়াত সেই গরীব বাঙালির স্বরূপ ।
আজ কেন নিলো আবহমান বাংলার সংস্কৃতিতে এ জমিদারি মোড়
শোষিত প্রজার সংস্কৃতিতে কেন হবেনা পালন নতুন ভোর?
কজন বাঙালি পড়ে নতুন জামা,না খেয়ে কাটায় হালখাতার দিন
না ভেবে তা, এভাবে করে পালন বৈশাখ - কিভাবে বাজাবে পরির্বতনের বীন?
মঙ্গলযাত্রায় শুভ কামনা করো, না করে ঢের অপচয়
রুখে দেবার শপথ নাও সেসব-এসেছে সংস্কৃতিতে যতসব অবক্ষয় ।
তুলে ধরো সত্যিকার বাঙালি সংস্কৃতি অনুপ্রবেশ করে রোধ
জাগাও ভালোবাসা, জাগাও স্ব-সংস্কৃতি প্রেম আর ভাতৃত্ব বোধ ।