অজান্তে দীর্ঘ শ্বাস ছেড়ে দেখি-
শরতের নীল আকাশে
টুকরো টুকরো সাদা মেঘ -
এ যেন টুকরো টুকরো প্রেম ।
মনে করে দেখি অতীত খুঁজে
বয়স যখন ছিল উনিশ-কুড়ি
কী যে আনন্দ পেতাম
দেখে দু একটি ফুলের কুঁড়ি !
কুঁড়ি গুলো আজ প্রায় বুড়ো-বুড়ি
সংসার ধর্ম করে আপন ঘরে
অথচ আমি আজও আকাশ দেখি
রাতে বেরাতে একলা চরে ।
এ যেন টুকরো টুকরো প্রেম ।
জীবনে আঁকা ছবির হারানো ফ্রেম ।
মেঘগুলো হারাবে কোথায় ?
আমিতো হারালাম-
প্রেমের চোরাগলির বাঁকে
অজান্তেই ভেসে ওঠে
ভালোলাগা মূখগুলো
শরতের আকাশে !
স্নিগ্ধ মনের. শুভ্রতা ভরা প্রাণের
সেই বয়সের সব বন্ধুরা -
ভালো থাকিস,
আকাশ দেখিস -
এ যেন টুকরো টুকরো প্রেম ।
জীবনে আঁকা ছবির হারানো ফ্রেম ।