মন মন্দিরে তোমার, সেবায়েত হবো আমি।
দেবীদের দেবী তুমি, আমার পূজ্য প্রণয়ী।।
আফ্রোদিতি, ভেনাস কিংবা হালের মিস ইউনিভার্স-
তুচ্ছ! সৌন্দর্য্যের দেবী, তুমি- আমার স্বপ্নবাস।
ফরচুনা বলো, লক্ষ্মী বলো, দরকার নেই!
তোমার প্রেম- জীয়ন কাঠি, সৌভাগ্য সেই-ই!
অ্যাথিনা? ওসব- চিনি না, আমি- বুঝি না,
তুমিই- সূর্যজ্ঞান সম্বনিতা আমার। একমাত্র সাধিকা।
এই জনমে- এই ভ্রমনে, এই ধরায়-
ক্ষণকালের মাঝে অনন্ত প্রেমের পুজায়!
শর্ত তুলে নাও সব, হোক কলোরব-
কেবলই প্রেমের। সেবায়েত করো আমায়।।