বেদনার তপ্ত আগুনে যাপিত জীবনে আশাহত হই বারবার
শ্রেণী বৈষম্যে শোষিত অধিকার আমার ফিরে পাবার জো নেই চাবার।
সংগ্রামে শাণিত যে যৌবন আজ ভুলেছে সে সোনালী বিপ্লব
মননে মানবতা করে নি:শেষ জগদ্দল পাথরের মত চেপে বসেছে সেথা বণ্য শ্বাপদ।
জাগো, আছো যত তরুন প্রাণ বিশ্বজুড়ে- হও মানুষের হৃদয়ের কবি
তোমার কবিতায় শোনাও বিপ্লবের গান, আঁকো সাধারণের বিজয়ের অসাধারণ ছবি।
কাতারে কাতারে দাড়াও এক হয়ে শোষিত বঞ্চিত মানবের পাশে এ অকালে
জনতার অস্ত্র হয়ে তোমার কবিতা জয়টিকা এঁকে দিক আজ সব মজলুমের ভালে।