বেদনার রঙ কতোটা গাঢ় হলে,
তুমি, কপালে পড়ো কালোটিপ?
মন খারাপের সেইসব গল্প তোমার,
শুনতে চেয়েছিলাম- ভালোবেসে।

হয়তো, বিশ্বাস রাখো নি! বলো নি!

অথচ, ভেবেছিলাম, তোমার দুঃখদিনে-
একান্তে সারথি হবো। মনমেঘে রঙ মিলাতে-
কপালে দিবো কালোটিপ, আমিও!
তারপর, হাতে হাত রেখে, মুছে ফেলবো-
জীবনের স্লেটে লেখা- অনাকাঙ্খিত শব্দসকল!
তোমার ভ্রু যুগলের মাঝে ফুটে উঠবে-
একটি লাল গোলাপ। একটু বড়!
আর তুমিও ছুড়ে ফেলবে-
আমার কালবেলা!
-------
কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।