তবুও, প্রতিদিন পাখিরা উড়ে যায় বাতাসে ভর করে
নিরব যাত্রায়- ডানা বলহীন, পা চলে না!
নিশানা ছিলো জানা 'নীড়' বরাবর।
অথচ, বাসা এবং মাটির সাথে-
ইতোমধ্যে চুক্তি সম্পাদিত- ঠিকানা পরিবর্তনের!
মসজিদের মাইকে মুয়াজ্জিন ঘোষণা করে-
শোক সংবাদ। সীমিত জানাজা!
অথবা মন্দির নিরব, শ্মশানঘাটে চিতা'র পাশে-
মুখাগ্নিতে নেই স্বজনদের দেখা!
তবুও, প্রতিদিন পাখিরা উড়ে যায়, অসীমে,
'কোভিড' রেজিষ্ট্রারে লিপিবদ্ধ পাখিরা!

-----------
উৎসর্গঃ কোভিড আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেয়া মানবপাখিদের।