১.
এসো নাগিন,
রাতকে ভালোবেসে
বাজাবো বীণ!

২.
দেহস্থ নদী:
চন্দ্রবতীর প্রেমে-
জোয়ারবতী!

৩.
কুফা বরাত,
বিরহে ক্ষয়ে যায়
ফাগুনে চাঁদ!