এই শীতে-
একটা চাদর দিলো না কেউ!
উত্তরা হাওয়ায় ঝরে গেল;
উষ্ণতার ফুল।
বন্ধুতা হলো আমার, এরপর;
কেবল দহনকালের সাথে
হারিয়ে যাবার শর্তে-
শিশিরে!