মানুষেরা যখন আমাদের পৃথিবীতে আসবে,
সাবধান থেকো! সম্ভবত ওরা সাথে নিয়ে আসবে-
বিবেক বিবশ যুদ্ধাস্ত্রঃ
লোভ, অহম, অসাম্য!
সেই স্টারওয়ারে, তখন, যদি পরাজিত হই আমরা,
হারিয়ে ফেলবো- আমাদের এলিয়েনত্ব!
নানাবিধ ন্যাশনালিজমের মারপ্যাঁচে বিভক্ত হয়ে যাবো!
ইকনমিকস্ এর বিবিধ তত্ত্বে- বাড়বে বৈষম্য আমাদের!
ঠিক যেভাবে প্লানেট আর্থ, আজ, বাস অযোগ্য প্রায়।
অনেকটাই মনুষ্যত্বহীন!
শোনো, হে এলিয়েনসকল, আমরা চাই না,
মানুষদের মতো- আমাদেরও আসুক সেইসব দিন!
---------
কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।