হয়তো, প্রথমে, যুদ্ধে জিতে যায় শয়তান!
চুড়ান্ত যুদ্ধে বিজয়ী আদম!
পরিস্থিতিসাপেক্ষে, প্ররোচনার ভুলে-
স্থির থাকি না আমি, হতাশও নই।
অপেক্ষায় থাকি- চুড়ান্ত যুদ্ধের, বিজয়ের।
জানি, গন্ধম ভুলে-
তওবায় ফুটেছিল পৃথিবীফুল!
জানি, ট্রায়াল এন্ড এরর বেসিসে-
এগিয়ে চলে বৈজ্ঞানিক সভ্যতা!
জেনেটিকলি, 'আদম ডিএনএ' আমার দেহেও আছে!
আশারাখি তাই- তওবায়। রহমে খোদার-
আমিও পৌঁছে যাবো একদিন শুদ্ধতার মঞ্জিলে।