উদাহরণ অন্যতম,
ফাইটো-প্লাংটনে ঠোকর মারে মাছ-
হাসে,
        নাঁচে,
                বাঁচে!
ভিন্ন প্রজাতি,
সুখ-দুঃখের অনুভূতি ভিন্ন,
               তবুও বন্ধন খাদ্যজালে!
মায়াবী মৃত্যুর শৃঙ্খলে-
অথবা অক্সিজেন দানে,
সবুজের ত্যাগে বাঁচে-
প্রাণীকুল পৃথিবীর বুকে।

অন্য গ্রহগুলো যেখানে নির্জীব,
ত্যাগ শেখো মানুষ, উদ্ভিদপ্রেমে।