তোমাকে ছাড়া-
আমি ভালো নেই খুব একটা,
তবু তুমি থেকো ভালো!
আমার এখানে আঁধার নামে নামুক,
তোমার জীবনে জ্বলুক আলো!
তবু তুমি থেকো ভালো...
অতীতের পাখিরা ডেকে ডেকে যায়
বলে, আমারও ছিল সুদিন,
ভালোবাসার বাহারি রঙে ভরা
রোদেলা রঙিন।
মেঘে মেঘে এখন ঢেকে গেছে আকাশ
ভয় ভয়, কালো কালো!
তবু তুমি থেকো ভালো...
বুঝি বুঝি আজ, তোমার সুখের সমুদ্দুর
ছুটে চলে বহুদূর,
আমার নদী স্রোতহীন ভীষণ
বিরহ রাগিনী ভরপুর।
হারানো সুরেই সই, আমি বেঁচে রই
কষ্ট না-হয় একটু হলো!
তবু তুমি থেকো ভালো...
----
(মূলত এটি গানের কবিতা।)