সুকেশিনী, দেখে তোমার চুল
হয়ে ভীষণ আত্মহারা
ফিসফিস করে বলে
নীল আকাশের সব তারা
"ইচ্ছে করে নেমে এসে
হই তোমার খোপার ফুল
থাকি তোমার প্রেমে বিভোর
হয়ে আমি চির ব্যাকুল।
জ্বলি মিটিমিটি প্রতি রাতে
তোমার চুলের মাঝে
ভালোবেসে মিশে থাকি
সুকোমল খোপার ভাজে।"