দেখো, বিজয়ের গৌরব নিয়ে বুকে,
লাল-সবুজ পতাকা ঐ উড়ছে।
সুবর্ণ ক্ষণে, এই সোনার বাংলায়-
স্বাধীনতার সুখে সবাই ভাসছে।
আজ, মাথা উঁচু বাঙালি সকল
যেন ফুটেছে শাপলা ফুল!
স্বপ্ন পুরণে তাঁরা চলছে ছুটে-
যেন দুরন্ত বাঘের কুল!
ইলিশের মতো শুভ্র রঙে-
সবার মন যেন সাজছে!
কাঠালের ঐ মৌ মৌ ঘ্রাণে-
আনন্দে প্রাণ আজ হাসছে!
দোয়েলের শিসে, মাতোয়ারা গানে-
নেঁচে উঠেছে, আজ, যেমন হৃদয়।
এমন শুভ ক্ষণে, প্রার্থনা করি মনে-
থাকুক বাঙালি ভালো সবসময়।
----
কবিতাটি দৈনিক যায়যায়দিন এর সাহিত্য পাতায় প্রকাশিত।