পতিত স্বৈরাচারের প্রেমে যাদের
এখনও কাঁদে মন,
স্টকহোম সিনড্রোমে ভুগছে তারা
মনস্তাত্ত্বিক কারণ!
এই রোগের লক্ষণ হুটহাট এমন
জাগে সহানুভূতি,
খারাপ জেনেও ভুলতে পারে না
অতীতেরই স্মৃতি!
সিনেমায় যেমন চায় মুক্তিপণ
নায়িকা ধরে এনে,
তারেই দেখা যায় পেমে পড়ে হায়
ঐ লোকেরই সনে!
কঠিন এই রোগ দূর হোক, দূর হোক
রাজনীতি থেকে সবখানে,
আগামীতে সবাই দেশ গড়তে চাই
ভয়মুক্ত এই প্রাণে।