স‍ত্যি, ঠেঙিয়ে দিবো কিন্তু এবার,
যদি কেউ সাজো নব্য রাজাকার!
না-থেকে দেশের পথে,
যদি চলো ভিনদেশি রথে!
ত‍বে বিদায় নাও, ছেড়ে এ বাংলা আমার।
-------------------------
উৎসর্গঃ কবি আব্দুল হাকিম। (১৬২০-১৬৯০)