মিলিয়ন মিলিয়ন ভাইরাস ব্যাকটেরিয়ার সাগরে
বাস করে মানুষ জন্ম থেকেই।
ক্যান্সার, এইডস্, ডায়াবেটিস, হৃদরোগ...
অসংখ্য রোগের সাথে বসবাস কতোকাল কতোজনের।
দৃশ্যমান, অদৃশ্য এসব শত্রু চেনে না মানুষ!
উল্টো বোকারদল, মানুষ, শত্রু সাব্যস্ত করে মানুষকে!
ভাইবোনদের হত্যাযজ্ঞে মাতে ভাইবোন!
সভ্যতার বয়স সেতো কম হলো না-
অথচ, মানুষ চিনলো না তাদের শত্রু কে?
হে ঘুমন্ত মানুষসকল পৃথিবীর, জাগো!
তোমাদের 'আসল শত্রু' চেনার সময় হয়েছে।