বাঙালির স্বকীয় সংস্কৃতির চর্চা দিন দিন কমে যাওয়ায় –
সাংস্কৃতিক শুন্যতা সৃষ্টি হচ্ছে ।
ভিনদেশি সংস্কৃতি, কুরুচিপূর্ণ সংস্কৃতি প্রচন্ড গতিবেগে ঝড়ের ন্যায়
সে শুন্যতা পুরণ করতে ছুটে আসছে ।
আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ !
দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে না পারলে-
বাঙালি সংস্কৃতির ব্যাপক ক্ষয়-ক্ষতি সহ-
নিজ সাংস্কৃতিক ঐতিহ্য বিপন্ন হবার সম্ভাবনা রয়েছে ।
বাঙালি সংস্কৃতি রক্ষায় –
“বিবেক” অফিস থেকে সবাই সর্বোচ্চ বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে !
জনে জনে এই বিপদ সংকেত বিশেষ বুলেটিনে জারি করা হলো ।
হুশিয়ার ! সাবধান !! আগ্রাসন থেকে বাঙালি সংস্কৃতি - নিজ দায়িত্বে বাঁচান ।