আমার এই বাংলাদেশ, এই প্রিয় জন্মভূমি-
হোক নিশ্চিত নাগরিক অধিকারের পবিত্র ভুমি ।
পাহাড় অথবা সমতলের সব জনতার-
হোক নিশ্চিত সবার নায্যতা-সুবিচার ।
পুরুষ অথবা নারী- হেথায় সব মানুষের
হোক নির্বিঘ্ন সবার চলার পথ জীবনের ।
ধনী-গরীবের বেড়ে চলা বৈষম্য ব্যবধান-
হোক ক্রমশ ক্ষীণ সেই পুরুত্বের প্রাচীরখান ।
মুসলীম,হিন্দু অথবা যেকোনই জাতি-
হোক ভ্রাতৃত্ব বন্ধনে এক বাঙালি জ্ঞাতি ।
এই বাঙালি জনতার প্রিয় প্রতি ইঞ্চি মাটি-
হোক দেশপ্রেমের কষ্টি পাথরে ঘষা সোনার মত খাটি ।
এমনই প্রত্যাশা আজ এই সংগ্রামী মার্চের গানে –
তবেই হবে সত্য- আমাদের অর্জিত স্বাধীনতার মানে ।