মনে আমার
           ইচ্ছে ভীষণ
সমুদ্রেতে যাবো,
নীল জলের
            প্রাণীর সাথে
খুশিতে হারাবো।

হাঙ্গর দেখবো
       ইলিশ দেখবো
দেখবো নীল তিমি,
অক্টোপাস আর
      ডলফিনের সাথে
করবো দুষ্টুমি।