হে বিশ্ব মানবতা,
রইল একটি খোলা চিঠি- সময়ের কবিতা!
বেঁচে থাকার জন্য আমাদের আছে কেবল একটাই গ্রহ,
শান্তিপূর্ণ রাখো এটি, রাখো ছন্দময় ছড়ার মতো।
অন্যের প্রতি শত্রুতার ভাব- মুছে ফেল তোমার,
চিন্তা করো, কীভাবে মানবতা- হবে নিশ্চিত সবার।
সবার জন্য- সাম্য এবং ন্যায়বিচার নিশ্চিত করো তুমি,
প্রমান করো নিজেকে সর্বশক্তিমানের সেরা জীব। সময় এখনই!

---------------
ইংরেজি অনুবাদ
---------------
Poetry of Time

To all human being of the world,
It is  open letter- Poetry of Time!
We have only one planet to live,
Keep it peaceful with rhythmic rhyme.
Erase your antagonistic feelings towards others,
Above all, think, how to confirm humanity.
Make sure equality and justice to all,
Its now, Proof yourself the best creature of Almighty.