কবিতার দ্রোহে আগুন জ্বালাও, মননে হোক রক্তক্ষরণ
নাগরিক অধিকার আদায়ে জনতা বাড়াও সম্মূখে চরণ ।
রাজা, বাদশাহ, সমাট্রদের প্রজা নও, হও স্বাধীনচেতা সবাই
নেতা মোদেরই তৈরি, আচরণ হলে বৈরী - প্রতিবাদ চাই ।
সাংবিধানিক অধিকার, মানবাধিকার নিশ্চত হবেনা যতক্ষন
জনতার সংগ্রাম চলবে, কবিদের কলম চলবে, চলবেই ততক্ষন ।
'জয় জনতার জয়, জয় মানবতার জয়' বলো স্লোগানে সবাই
ভুলে ভয় - চলো জোর কদম, দাবী একটাই- সমতার বিশ্ব চাই ।