তাঁকিয়ে দেখো
উহু, আমার পানে নয়
ঐ আকাশে।
সাতটি তারা
হু, ও আমার সাত জনম!
তোমায় পূর্ব জনমে
পাইনি বলে
ধরায় থাকা হয়নি আর
ওখানেই রেখেছি তার স্বাক্ষর।
আবার এলাম
তোমাকেও পেলাম
স্বার্থক হলো এবারকার জনম।
ভালোবাসো, অমর করো
ভালোবাসো, সত্যি অমর করো!
মর্ত্যের বুকে মোর দেবখন্ড
তোমার পুজোর মালায়
সমাপ্ত হোক-
বর-কনের পান থালায়।