জীবনের প্রথম পাঠশালায়–
মাগো, তুমিই প্রথম শিক্ষা দাও
কেমন হবে তোমার সন্তান-
তাও, তুমিই গড়ে নাও।
সময় করে খানিক ভাবো-
কেমন হবে তোমার পাঠদান?
কিভাবে করবে তুমি-
এ মহান কর্ম সম্পাদন?
শিশুবেলায় তোমার দেয়া শিক্ষা
সেতো স্হায়ী আজীবন,
সাদা মনের মানুষ হবার
বীজ করো এখনই বপন।
দিওনা শিক্ষা তারে–
মিথ্যা গল্প, কবিতা, গান
সত্যই সুন্দর বোঝাও তারে–
উত্তম চরিত্রই প্রধাণ ।
সজাগ থেকো শিক্ষা যেন-
করেনা তারে অর্থলোভী ভবিষ্যতে,
নৈতিকতার ভীত গড়ে দাও শক্তকরে
কখনো সে না যায় বিপথে।
ভালো মানুষ, গুণি সন্তান-
পৃথবীকে তুমি দাও উপহার,
তোমার শিক্ষায় উঠুক গড়ে
বিশ্বমাঝে শান্তির গুলবাহার।
তোমার সন্তানকে মানুষ গড়ার-
তুমিই হও প্রধাণ কারিগর,
আলোর পথের দিশা দেখানোর-
মাগো, তুমিই সঠিক বাতিঘর।
পৃথিবীর সকল মায়ের প্রতি,
রইল মোর এ আহবান-
সর্ব উৎকৃষ্ট শিক্ষালয় হও সব মা,
হোক গুণিজন সবারই সন্তান।