শুভ জন্মদিন, শহীদ জিয়া
গ্রহণ করো অভিবাদন,
বিপ্লবে বিস্ময়ে স্বাধীনতার গানে
করছি তোমায় স্মরণ।।

বীরত্বে ভরা তোমার জীবন
মহান একাত্তরে,
সিপাহী-জনতার বিপ্লব সেও
সফল তোমায় ঘিরে।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
তুমিই করেছো গঠন।
গ্রহণ করো অভিবাদন।।

ক্ষুধা আর দুর্ভিক্ষে যখন
ক্লান্ত বাংলার মানুষ,
সততার নিরিখে,
            স্বনির্ভরতার স্বপ্নে-
তুমি উড়ালে ফানুস।
সবুজের বুকে সোনালী সূর্য
উঠলো হেসে তখন!
গ্রহণ করো অভিবাদন।।

যতদিন এই বাংলাদেশ আছে,
চিরঅম্লান রইবে তুমি,
বিশ্বের বুকে উন্নত মম শিরে
থাকবে আমার জন্মভূমি।
সেই সংগ্রামে আমাদের,
                সেই স্বপ্নে আমাদের
তুমিই প্রেরণা আজীবন।
গ্রহণ করো অভিবাদন।।
শুভ জন্মদিন, শহীদ জিয়া...