সূর্যমামা, সূর্যমামা
বেড়াতে তুমি আসো,
পিঠা দিব, পায়েস দিব
একটু মুচকি হাসো!

শীতে কাবু, জবুথবু
কুয়াশায় ঢেকেছে সব,
ভালোবেসে ওঠো তুমি
হোক মুখর কলরব।