মেঘের পালকিতে করে
উড়ে যাবো বহুদূরে,
ডাকো যতো পিছে আমায়
আসবো না আর ফিরে।
এই দেখা শেষ দেখা
ভালো থেকো নতুন প্রেমে।।
অন্য কারো ভালোবাসায়
সুখে থেকো অন্য ঘরে
আমার কথা পড়লে মনে
দেখো একটু বৃষ্টি ধরে।
এই দেখা শেষ দেখা
ভালো থেকো নতুন প্রেমে।।
মেঘ ভেঙে রোদ এলে
বুঝে নিও চিরতরে,
আমার বিদায় এই ভুবনে
বৃষ্টির সাথে ঝরে পড়ে।
এই দেখা শেষ দেখা
ভালো থেকো নতুন প্রেমে।।
(এটি মূলত গানের কবিতা।)