আমি চাতক এক, তৃষ্ণার্ত ভীষণ!
তোমার কাছে যে নহরসব আছে, প্রিয়তমা,
সেখানে করো বৃষ্টির আয়োজন।
সেই শরাবে চুমুকে চুমুকে-
মাতাল হয়ে আমি বাঁচি কিছুক্ষণ!
তারপর, না-হয় তোমার জলসা ঘরে,
ইচ্ছেখুশি পাশা খেলো। বাজি থাকলো-
আমার লালন সাঁইজি'র মন!
---------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।