শান্ত গোসলের দিন আমার। পবিত্র পাথর চোখে
আকাশে তাঁকাবো না আর। তুমি তখন,
দেখো, নীল। শঙ্খচিল। কীভাবে এক জনম
কেটে যায় বাসা বাঁধার ক্লান্ত বাসনায়!
বরইয়ের ডালে, পাতার বাসর ভেঙে যায়
বিচ্ছিন্নতাবোধের উষ্ণ জলে, দেখো।
বাতাসে গোলাপের সৌরভ, নিও।
ভুলে যেও সমস্ত অভিমান-
মায়াবী মাটির মায়ায়। এই দীর্ঘতম ঘুম;
কারও কারও জন্যে- প্রিয়তমা'র ছোঁয়া!
---------
কবিতাটি দৈনিক প্রতিদিনের সংবাদ এ প্রকাশিত।