গতরাতে তোমাকে স্বপ্নে দেখার ইচ্ছে ছিল,
অথচ স্বপ্নে দেখেছি শঙ্খচিল! উড়ে গেলো...
এরপর, দিন কেটেছে-
একলা একা। ভীষণ অস্থিরতায়!
রাত নেমেছে- ভয়ে!
অতঃপর...
একটি বন্ধু আছে আমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে-
সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে। শেষমেশ,
তার সাথেই দেখা করতে হলো...!
------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।