জেগে জেগে রাত           করো মোনাজাত
             খোদার দরবারে চাও,
দুঃখ আছে যত               মুছে দাও তত
              সকলেরে সুখ দাও।
মিলেমিশে সবাই         ভ্রাতৃত্বের গান গাই
               হিংসা-বিদ্বেষ ভুলে,
শব-ই-বরাতে               শান্তির বার্তাতে
               ঐক্য ধরো তুলে।
সবার ভাগ্য              সুন্দর হোক আরও
              দুনিয়া ও পরকালে,
পবিত্র এই রজনী       দিক সার্থকতা আনি
              সব মুসলিমের ভালে।