সবুজ ঘাসের গালিচা পারিয়ে
আলতো আলতো পায়ে
যদি হেটে এসে- মেয়ে পেছন দিয়ে
স্বর্ণ লতিকার মত জড়িয়ে, স্নিগ্ধতায় হাত দুটো দিয়ে
চোখ দুটো মোর-ঢেকে ধরে
জানতে চেয়ে বলতো- আমি কে ?
উপমা খোজার কোন রকম চেষ্টা না করেই বলেছি –
এখন যে অন্ধকার দেখছি
আমার জীবনের তেমনি সব অন্ধকার তাড়াবার ‘আলো’ তুমি ।
তুমি ছাড়া আর কেউ নেই মোর তল্লাটে-
এই হৃদয় মরু ! সাজাও সবুজে । সাজাও ফুলে ফুলে ।
দাও, মা- সামনে এসে মোর ললাটখানা একটু চুমি !
এমন কতো খুনসুটিতে থাকতো বিকেল ভরা,
পুতুল বিয়ে, বউছি, অথবা রান্নায় ব্যস্ত উনুনে পাতিল-সরা !
যুগ পাল্টেছে, মন পাল্টেছে ! বাস্তবতার ভাবনা সবার ।
সেই দিনের-সেই বিকেলটি ফিরে আসেনা আর !
মা-মেয়ের সেই বিকেলটি হারিয়ে গেছে বহুদুর-
স্মতিটুকু ছাড়া, বাকি সব, ডিজিটাল পাখায় করে দিয়েছে পাড়ি- সাত সমুদ্দুর !